পাট শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হইতেছে-আসাদুজ্জামান
পাটমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান গতকাল বলেন, সরকার পাট শিল্পের বহুবিধ সমস্যা নিরসনের জন্য যথাসাধ্য চেষ্টা করিতেছেন। | মন্ত্রী গতকাল অপরাহ্নে ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। মন্ত্রী উক্ত মিলের বার্ষিক ক্রীড়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জনাব খান বলেন যে, সরকার পাট শ্রমিকদের সমস্যাবলী সম্পর্কে সতর্ক রহিয়াছে তিনি বলেন যে, সরকারেরর পাট শিল্পের সমস্যাবলী নিরসনের ও শ্রমকিদের অভাব দূর করিবার উপায়। পরীক্ষা করিতেছে।
মন্ত্রী শ্রমিকদের নিয়মানুবর্তিতা ও কর্মের প্রতি তাহাদের আনুগত্যতার জন্য তাহাদিগকে। অভিনন্দন জানান এবং ইহাকে তিনি জাতয়ি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ অবদান বলিয়া উল্লেখ করেন।
সূত্র: দৈনিক আজাদ, ৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত