প্রতিটি প্রাইমারী স্কুলের জন্য ম্যানেজিং কমিটি গঠিত হইবে-শিক্ষা মন্ত্রী
ডঃ চৌধুরী। শিক্ষামন্ত্রী ড: মুজাফফর আহমদ চৌধুরী গতকাল সােমবার এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নীত হইলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি হইবে বলিয়া তিনি বিশ্বাস করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি প্রাইমারী স্কুল পরিচালনার জন্য একটি করিয়া ম্রানেজিং কমিটি গঠন করা হইবে। কমিটিতে একজন করিয়া সক্রিয় ন্যায়পরায়ণ লােক থাকিলে প্রতিটি প্রাইমারী স্কুল ভালভাবে চলিবে।
সূত্র: দৈনিক আজাদ, ৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত