You dont have javascript enabled! Please enable it! 1975.04.09 | বাংলাদেশ হইতে জীবনরক্ষাকারী ঔষধ বিদেশে পাচার হইতেছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ হইতে জীবনরক্ষাকারী ঔষধ বিদেশে পাচার হইতেছে

বাংলাদেশ হইতে হাজার হাজার টাকার আমদানীকৃত মূল্যবান জীবন রক্ষাকারী ঔষধ নাইলন সুতা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র টেকনাফ, শাহপুরী দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপপুঞ্জের সীমান্ত পথে বার্মায় চলিয়া যাইতেছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে।
প্রকাশ, সংঘবদ্ধ চোরাচালানীদের একটি দল টেকনাফ, শাহপুরী দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ সীমান্তের জলপথে এক শ্রেণীর দুর্নীতিবাজদের সহযােগিতায় দক্ষিণ চট্টগ্রামের আনােয়ারা, বাঁশখালী প্রভৃতি থানার সমুদ্রোপকূলীয় এলাকার দুর্নীতি প্রবণ ব্যক্তিদের সহায়তায় ব্যবসায়ী মহলের নিকট বিক্রয় করে। এবং এই বিক্রিলব্ধ টাকার বিনিময়ে বাংলাদেশ হইতে বিভিন্ন প্রকার মুল্যবান বিদেশী ঔষদপত্র, নাইলন সুতা ও অন্যান্য মূল্যবান সমাগ্রী ক্রয় করে। এবং এইসব মূল্যবান সমাগ্রী সমুদ্র পথে বার্মায় লইয়া যায় ও সেখানে বেশ চড়াদামে বিক্রি করা হয়।
গত বৎসর সামরিক ও বেসামরিক বাহিনী দুষ্কৃতিকারী, মজুদদার, সমাজ বিরােধী, কালােবাজারী প্রভৃতিদের বিরুদ্ধে যে অভিযান চালাইয়াছিলেন, সেই অভিযানে আনােয়ারা থানার বিভিন্ন এলাকা হইতে বিপুল পরিমাণ সুপারী উদ্ধার করা হইয়াছিল। তাহা ছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারী কর্মকর্তারা চোরাই পথে আনীত সুপারী আটক করিয়াছিলেন।

সূত্র: দৈনিক আজাদ, ৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

Share