কুষ্টিয়ার সীমান্তে একশত তােলা রূপাসহ চোরাচালানী গ্রেফতার
ভেড়ামারা (কুষ্টিয়া), ২রা এপ্রিল। গাজীপুর থানাধীন কাজীপুর সীমান্ত এলাকার বাংলাদেশ রাইফেলের জোয়ানরা সম্প্রতি দুই জন চোরাচালানীকে গ্রেফতার করিয়াছে।
তাহাদের নিকট হইতে একশত এগার তােলা রৌপ্যও উদ্ধার করা হইয়াছে।
বি ডি আর সূত্রে প্রকাশ, যখন এই দুই জন চোরাচালানী সীমান্ত অতিক্রম করিতে ছিল তখন কর্তব্যরত বাংলাদেশ রাইফেলের জওয়ানরা তাহাদের চ্যালেঞ্জ করে। পরে তাহাদিগকে গ্রেফতার করিয়া ১১১ তােলা রূপা উদ্ধার করে।
বিডিআর সূত্র আরাে বলা হয় যে, গত নয় মাসে কুষ্টিয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা হইতে বিডিআরের লােকেরা এ পর্যন্ত ২ হাজার ৬ শত ৪০ তােলা রূপা উদ্ধার করিয়াছে এবং বেশ কিছু সংখ্যক লােককেও গ্রেফতার করিয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত