You dont have javascript enabled! Please enable it! 1975.04.06 | একশত টাকার নােট অচল ঘােষণা সম্পর্কে সরকারী নির্দেশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

একশত টাকার নােট অচল ঘােষণা সম্পর্কে সরকারী নির্দেশ

একশত টাকার নােট অচল ঘােষণা সম্পর্কে গতকাল রাতে সরকারের এক তথ্য বিবরণীতে নিম্নোক্ত নির্দেশ জারী করা হয়?
১। সকল একশত টাকার নােট ৭ই এপ্রিল ১৯৭৫ তারিখ হইতে অচল ঘােষিত হইল।
২। সমস্ত ব্যাঙ্ক, ট্রেজারী, সাবট্রেজারী এবং সমস্ত সমবায় সমিতিসমূহ তাহাদের সাধারণ দৈনন্দিন কাৰ্য্য সােম, মঙ্গল এবং বুধবার অর্থাৎ ৭ই, ৮ই এবং ৯ই এপ্রিল, ১৯৭৫ তারিখ বন্ধ। রাখিবে।
৩। সমস্ত পােষ্ট অফিস সঞ্চয়পত্র, প্রাইজন্ড বণ্ড এবং অন্যান্য সিকিউরিটি কেনা-বেচা বন্ধ রাখিবে। তাহারা সেভিংস ব্যাঙ্ক কার্যাবলীও দৈনন্দিন স্থগিত রাখবে।
৪। বাংলাদেশে অবস্থিত ব্যাঙ্ক, ট্রেজারী, সাব-ট্রেজারী, হেড পােষ্ট অফিস এবং সাব-পােষ্ট অফিসমূহ অচল ঘােষিত একশত টাকার নােট জনসাধারণ হইতে গ্রহণ করিয়া ব্লফট একাউন্টে জমা রাখিবে এবং জমাকৃত টাকার পাকা রসিদ জমাকারীকে দিবে। সকাল ১০টা হইতে গতকাল রােববার রাতে সরকার এক ঘােষণায় জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বর্তমানে প্রচলিত একশত টাকা মূল্যের সকল নােট অচল ঘােষণা করিয়াছেন। একশত টাকার এই নােটসমূহ আগামী তিনদিন অর্থাৎ ১৯৭৫ সনের ৭ই, ৮ই ও ৯ই এপ্রিল তারিখে জমা নেওয়া হইবে। এই তিনদিন সকল ব্যাংক, পােষ্ট অফিস ও ট্রেজারীতে অচল নােট গ্রহণ করা হইবে। পরে এই সব নােটের মূল্য ফেরত দেওয়ার পদ্ধতি জানানাে হইবে। এই তিন দিনে ব্যাংক ও ট্রেজারী অন্য কোন কাজ করিবে না। পােষ্ট অফিসসমূহ তাহাদের দৈনন্দিন কাজ করিবে, তবে প্রাইজ বণ্ড, সঞ্চয়পত্র ও অন্যান্য সিকিউরিটি বিক্রয় হইতে বিরত থাকিবে।

সূত্র: দৈনিক আজাদ, ৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত