সমস্যা কাটাইয়া কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি করিতে হইবে-কামরুজ্জামান
শিল্পমন্ত্রী জনাব এ. এইচ এম কামরুজ্জামান বাস্তবমুখী ব্যবস্থার মাধ্যমে সমস্যা কাটাইয়া কলকারখানায় পূর্ণ উৎপাদন শুরু করিবার আহ্বান জানাইয়াছেন।
তিনি বলেন, নীতিগত বিষয় ভিন্ন উৎপাদন জন্য অন্যান্য সব ব্যাপারে কলকারখানাকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হইবে।
গত সােমবার রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগের আওতাধীন বিভিন্ন সেক্টর করপােরেশনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে শিল্পমন্ত্রী এই কথা বলেন। সেন্টার করপােরেশনের কর্মচারী ফেডারেশনের সভাপতি সৈয়দ শওকত আলী সভায় সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে জনাব মাহবুবুল আলম, জনাব আবদুল অদুদ পাটওয়ারী ও ড: সামছুল আমান বক্তৃতা করেন।
জনাব কামরুজ্জামান বলেন যে, সমস্ত শিল্প প্রতিষ্ঠানে সর্বাধিক উৎপাদন অবশ্যই করিতে হইবে। তিনি বলেন যে, লাল ফিতার দৌরাত্ম অবশ্যই দূর করিতে হইবে। কারখানায় সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন যে, ম্যানেজারদের অবশ্যই ২৪ ঘন্টা কারখানার চত্বরে বসবাস করিতে হইবে।
মন্ত্রী বলেন যে, জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য বর্তমান ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা ঢেলে সাজানাে হইবে। জনাব কামরুজ্জামান দুর্নীতি ও উৎপাদন নির্বিঘ্ন করিবার পরিণতি সম্পর্কে সকলকে হুশিয়ার করিয়া দেন।
সূত্র: দৈনিক আজাদ, ২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত