You dont have javascript enabled! Please enable it! 1975.04.02 | সকল শিল্প ইউনিটের উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করিতে হইবে-কামরুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সকল শিল্প ইউনিটের উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করিতে হইবে-কামরুজ্জামান

গতকাল মঙ্গলবারের জয়দেবপুরস্থ বাংলাদেশ মেশিনটুলস ফ্যাক্টরীতে অনুষ্ঠিত এক সম্বর্ধনা সভায় বক্তৃতা প্রসঙ্গে জনাব এ এইচ এম কামরুজ্জামান বলেন যে, সকল শিল্প ইউনিটের উৎপাদন ক্ষমতার পুরাপুরি ব্যবহার করিতে হইবে। দেশের চাহিদা মিটানাের পর বৈদেশিক মুদ্রা অর্জন করিতে পারে, এমন সব শিল্প ইউনিট প্রতিষ্ঠার উৎসাহ দেওয়া হইবে। দেশের কাঁচামাল ব্যবহার করে, এমন সব শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে হইবে। শিল্পমন্ত্রী উল্লেখ করেন যে, জাপানে কাঁচামাল না থাকিলেও সেখানে সকল রকম শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তােলা হইয়াছে।
তিনি বলেন, “দেশকে শিল্পখাতে স্বয়ংসম্পূর্ণ হইতে হইবে। দেশের শিল্পকারখানায় যে সব জিনিস তৈয়ার করা যায় সেই সব জিনিস বাহির হইতে আমদানী করা যাইবে না।
তিনি ঘােষণা করেন যে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী, বাংলাদেশ ডিজেল কারখানা ও খুলনা শিপইয়ান্ড আগামী দুই বছরে ২০ হাজার পাম্পিং মেশিন তৈয়ার করিবে।
জনাব কামারুজ্জামান ঘােষণা করেন যে, বাংলাদেশ শিল্প মন্ত্রী বরেন, আগামী ১৯৭৮ সালে বাংলাদেশ বিদেশে সাড়ে ১৬ হাজার টনের ক্ষমতা সম্পন্ন জাহাজ রফতানী করিতে পারিবে। চট্টগ্রামে বড়াই ডকে এই সব তৈয়ার করা হইবে।
শিল্পমন্ত্রী শ্রমিকদের রেশন সহবরাহের ব্যবস্থা করার প্রয়ােজনীয়তা স্বীকার করেন। তিনি এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। শিল্পমন্ত্রী বলেন যে, মেহনতী মানুষকে তিনি শ্রদ্ধা করেন। তাহারা পেট ভরিয়া দুই বেলা খাইতে না পারিলে উৎপাদন ব্যাহত হইতে বাধ্য। তাই তিনি শ্রমিকদের রেশন, ঔষধ ও বাসস্থানের নূন্যতম ব্যবস্থা করার আশ্বাস দেন। | কর্মের মাধ্যমে তিনি শিল্প ক্ষেত্রে অগ্রগতি সাধনের আহ্বান জানান। যারা কর্মবীর তারাই শিল্প উন্নয়নের ক্ষেত্রে সাফল্যমণ্ডিত হইবে বলিয়া তিনি অভিমত প্রকাশ করেন।

সূত্র: দৈনিক আজাদ, ২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত