২২ মার্চ ১৯৭১ঃ অসহযোগ আন্দোলনের ২১তম দিবস
অসহযোগ আন্দোলনের আজ ছিল ২১তম দিবস। এদিন ছিল সর্বাধিক মিছিল সমাবেশ শোভাযাত্রার দিন। এদের মধ্যে আবার সর্বাধিক শোভাযাত্রা ছিল মিরপুর রোডে আর সেই সকল শোভাযাত্রার গন্তব্য ছিল শেখ মুজিবের বাসভবন। সকালে স্কুল ছাত্র সংগ্রাম পরিষদ এবং ওয়াপদা কর্মচারীদের এক যৌথ মিছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময়ে হোটেলের সেনাবাহিনীর টহল সতর্ক অবস্থান নেয়। এখানে মিছিলকারীরা জুলফিকার আলী ভুট্টোর প্রতি জুতা প্রদর্শন করে। মিছিলটি প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অপর একটি মিছিলে ভুট্টোর কুশপুত্তলিকা তীরবিদ্ধ করা হয়। শহীদ মিনারে কেন্দ্রীয় কচিকাচার আসর নীল টুপী পরে সমাবেশ করে। সমাবেশে তারা শপথ গ্রহন করে ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। এদের সমাবেশে রোকনুজ্জামান দাদা ভাই শিল্পাচার্য জয়নাল আবেদিন, ইফতখার উদ্দিন বক্তব্য দেন। বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিশুকিশোরদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিশু কিশোররা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। খৃস্টান পরিষদ শেখ মুজিবের আন্দোলনের সমর্থনে মিছিল বের করে। অবশিষ্ট ব্যাঙ্ক গুলির কর্মচারী পরিষদ আজ মিছিল শোভাযাত্রা করে। সিএ ছাত্র সংগ্রাম পরিষদ শহরে বিক্ষোভ মিছিল করে। পাক মটর মহিলা সংগ্রাম কমিটি মেজর জেনারেল এম আই মজিদের নেতৃত্ব এ গণবাহিনী গঠনের জন্য সৈনিকদের প্রতি আবেদন জানান। গভীর রাত পর্যন্ত শহরে মিছিল চলে।