You dont have javascript enabled! Please enable it! 1975.03.31 | সে হৃদয় বিদারক দৃশ্যে কারাে অশ্রু বাঁধ মানেনি | সংবাদ - সংগ্রামের নোটবুক

সে হৃদয় বিদারক দৃশ্যে কারাে অশ্রু বাঁধ মানেনি

রাষ্ট্রপতির পিতা শেখ লুত্যর রহমানের জীবনাবসানের সাথে সাথে বঙ্গবন্ধুর বাসভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বঙ্গবন্ধু পিতার মৃতদেহ জড়িয়ে ধরে শিশুর ন্যায় কাঁদতে থাকেন। সে এক মর্মন্তদ দৃশ্য। সামগ্রিক আবহাওয়া দুঃখ ও শােকে ভরে যায়। পুত্র, কন্যা, পৌত্র ও অন্যান্য আত্মীয়স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। এমনি এক অবস্থায় সৃষ্টি হয় যাতে উপস্থিত কেউ তাদের চোখের জল রাখতে পারেননি। সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম বলেছেন, শেখ লুত্যর রহমানের অবস্থা গতকাল অবনতির দিকে যেতে থাকে এবং সন্ধ্যা ৬টায় সঙ্কটজনক অবস্থার সৃষ্টি হয়। আভ্যন্তরীণ রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপতির পিতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়া মাত্রই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির বিশেষ সহকারী জনাব তােফায়েল আহমদ এবং বাকশাল নেতৃবৃন্দ ধানমণ্ডীস্থ বাসভবনে গিয়ে উপস্থিত হন।
আজ জানাজা: রাষ্ট্রপতির পিতা মরহুম শেখ লুৎফর রহমানের নামাজে জানাজা আজ সােমবার সকাল সাড়ে নয়টা বায়তুল মােকাররমে অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়ায় দাফন: জানাজার পরে মরহুমের লাশ স্বগ্রাম ফরিদপুরের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে ও সেখানে বঙ্গবন্ধুর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
বঙ্গবন্ধু, বেগম মুজিব এবং পরিবারের অন্যান্য সদস্য শেখ লুৎফর রহমানের মরদেহের সাথে টুঙ্গীপাড়ায় যাবেন।
শেখ নাসের ও বড় মেয়ে ফাতেমা দাফনে যােগদানের জন্যে খুলনা থেকে টুঙ্গীপাড়া যাবেন।
দাফন অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের পরলােকগত পিতা শেখ লুৎফর রহমানের দাফন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের জাতীয় দলের পক্ষ থেকে যথাক্রমে প্রধানমন্ত্রী এম মনসুর আলী এবং জনাব জিল্লুর রহমান এম,পি উপস্থিত থাকবেন। আজ সােমবার টুঙ্গী পাড়ায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে। খবর বাসস এর।

সূত্র: সংবাদ, ৩১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত