দ্বিতীয় বিপ্লব সার্থক করার জন্য প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়তে হবে -ছেরনিয়াবাত
বন্যা নিয়ন্ত্রণ, পানি, সম্পদ এবং বিদ্যুত্মন্ত্রী জনাব আবদুর রব ছেরনিয়াবাত দ্বিতীয় বিপ্লবকে সার্থক করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশানুযায়ী প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়ার প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় ওয়াপদা মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পানি এবং বিদ্যুৎ উন্নয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়ােজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। এর আগে “সরকারী কর্মচারীদের জাতীয় আদর্শ ও দায়িত্ব” শীর্ষক একটি আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন খােন্দকার মােহাম্মদ ইলিয়াস, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সচিব জনাব এস, এম, আলী হােসাইনী, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের পানি বিভাগের সচিব জনাব সুলতানুজ্জামান খান, কাজী আজহার আলি, ড: এ, কে এম ফজলুল হক এবং জনাব রুহুল আমনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে “এসাে দেশ গড়ি” শীর্ষক একটি নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়। এ খবর জানিয়েছে বিপিআই।
সূত্র: সংবাদ, ৩০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত