১২ জন ডাকাত গ্রেফতার ৩ জনকে পিটিয়ে হত্যা
ঠাকুরগাঁও দেবীগঞ্জ থানার রামগঞ্জ বিলাসী গ্রাম থেকে পুলিশ সম্প্রতি ৬ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। জানা গেছে যে, গােপন সূত্রে খবর পেয়ে পুলিশ অত্র গ্রামের জনৈক আবদুল খালেকের বাড়ি ঘেরাও করে উক্ত ডাকাতদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ১টি থ্রি নট থ্রি রাইফেল, একটি পাইপ গান, একটি একনলা বন্দুক, ১১টি রাইফেলের গুলী, কিছু কার্তুজ, ৪টি রেডিও, কিছু কাপড়চোপড় ও স্বর্ণালংকার উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত ডাকাতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আরাে তদন্ত চলছে।
আমাদের দিনাজপুরস্থ নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, গ্রেফতারকৃত ডাকাতেরা হচ্ছে, আইনুল হক, ওসিরুদ্দিন, আকবর আলী, মােফাজ্জল হােসেন ও তজিরুদ্দিন। এ ছাড়া উক্ত বাড়ি ঘেরাও করার সময় আরাে ৩জন পালিয়ে গেছে। এরা হচ্ছে সিরাজ মিয়া ও হিটলার।
সূত্র: সংবাদ, ৩০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত