বাংলাদেশ-সােভিয়েতের মধ্যে
গত তিন বছরে ১৩৮ কোটি টাকার বিনিময় বাণিজ্য হয়েছে
বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়ন গত তিন বছরে উভয় পক্ষে মােট ১৩৮ কোটি টাকার বিনিময় বাণিজ্য করেছে।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত প্রথম বাণিজ্য চুক্তির তৃতীয় বার্ষিকী পালন উপলক্ষে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে সােভিয়েত দূতাবাসের বাণিজ্য প্রতিনিধি মি: ভি জারেভ এই তথ্য প্রকাশ করেন। উভয় দেশের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি সই হয় ১৯৭২ সালের ৩১শে মার্চ। অবশ্য এর পূর্বেই বাংলা-সােভিয়েত বাণিজ্য শুরু হয়।
মি: জারেভ বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদয়ের পরে প্রথম থেকেই সােভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে মৈত্রী ও সহযােগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, যা উভয় দেশেরই স্বার্থে উত্তরােত্তর বিকশিত হচ্ছে। এই সম্পর্ক সুদৃঢ়তর শান্তি, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সন্ধানে দুই দেশেরই সমস্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি বাংলা-সােভিয়েত বিনিময় বাণিজ্যকে উভয় দেশের বৈষয়িক স্বার্থের অনুকূল বলে অভিহত করেন।
সূত্র: সংবাদ, ৩০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত