You dont have javascript enabled! Please enable it! 1975.03.30 | বঙ্গবন্ধুর প্রতি কৃষক লীগের অভিনন্দন | সংবাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর প্রতি কৃষক লীগের অভিনন্দন

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জনাব বাদল রশীদ ও সাধারণ সম্পাদক জনাব রহমত আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা দিবস উপলক্ষে সােহরাওয়াদী উদ্যানে। ঐতিহাসিক ভাষণ দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। কৃষক লীগ নেতৃদ্বয় তাঁদের বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধুর এ ভাষণ বাঙালি জাতির সামাজিক, অর্থনৈতিক ও সার্বিক মুক্তির পথ নির্দেশ।
বিবৃতিতে আরাে বলা হয় যে, গ্রাম ভিত্তিক বহুমুখী সমবায় প্রতিষ্ঠার বঙ্গবন্ধুর নির্দেশ গ্রামের নির্যাতিত মানুষের মুক্তির জন্যেই। বঙ্গবন্ধুর কর্মসূচীর সঠিক বাস্তবায়ন দেশকে শুধু স্বনির্ভরই করবে না-দেশ খাদ্য রফতানী করতেও সক্ষম হবে। খবর বাসস-এন।

সূত্র: সংবাদ, ৩০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত