আর্থিক অসুবিধা সংস্কৃতির উন্নয়নে বাধা হতে পারে না -তথ্যমন্ত্রী
তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী বলেন যে, অর্থনৈতিক অসুবিধা আমাদের জাতীয় সংস্কৃতির উন্নয়নে বাধা হতে পারে না। কারণ এ অসুবিধা হচ্ছে সাময়িক। তবে এর জন্য আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গী মুক্ত হতে হবে।
মন্ত্রী গত রােববার সকালে লালমাটিয়া গার্লস কলেজের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
জাতীয় পুনগঠন কাজে পুরুষ ও মহিলাদের সমনভাবে অংশগ্রহণের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন যে, সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য বালক ও বালিকাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পুরুষ ও মহিলাদের ঐক্যবদ্ধ উদ্যোগ ব্যতীত সমাজের উন্নয়ন সম্ভব নয়।
সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষা মিসেস মারুফা খাতুন ও কলেজ ছাত্রী সংসদের সাংস্কৃতিক সম্পাদিকা মিস সামিম লাভলী বক্তৃতা করেন। আগামী ১লা এপ্রিল পর্যন্ত এ সাংস্কৃতিক সপ্তাহ চলবে। খবর দিয়েছে বাসস।
সূত্র: সংবাদ, ২৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত