You dont have javascript enabled! Please enable it! 1975.03.23 | রবার উৎপাদনকারী এশীয় দেশ আপকালীন মজুতে একমত হয়েছে | সংবাদ - সংগ্রামের নোটবুক

রবার উৎপাদনকারী এশীয় দেশ
আপকালীন মজুতে একমত হয়েছে

রবাবের মূল্য স্থিতিশীলকরণের জন্য সর্বাধিক প্রাকতিক রবার উৎপাদনকারী এশীয় দেশসমূহ রবাবের ‘আপকালীন মজুত’-এর প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছে। এতে বিভিন্ন দেশে সময়ে অসময়ে রবাবের ও বিভিন্ন অসুবিধাদি দেখা দেয় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়।
সর্বাধিক রবার উৎপাদনকারী এশীয় দেশসমূহের বিশেষজ্ঞদের ৩ দিনব্যাপী সম্মেলন শেষে এখানে প্রকাশিত এক ইশতেহারে একথা বলা হয়।
কুয়ালামপুর থেকে এক খবরে প্রকাশ, এশিয়ান-এর উর্ধ্বতন কর্মকর্তারা জাপানের কৃত্রিম রবার রফতানীর মােকাবেলা করে কিভাবে প্রাকৃতিক রবার রফতানী ও উৎপাদন টিকিয়ে রাখা হবে এই বিষয়াদি নিয়ে পর্যালােচনার জন্য রুদ্ধদার কক্ষে আলােচনায় বসেছেন। এশিয়ান’ জাপানকে অতিরিক্ত কৃত্রিম রবার উৎপাদন ও রফতানী করে প্রাকৃতিক রবার শিল্পের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন।
উক্ত সূত্রে আরাে বলা হয়েছে যে, প্রাকৃতিক রবার উৎপাদনকারী দেশসমূহের স্বার্থের ক্ষতি না হয় এমন কোন কাজ করবে না বলে জাপান স্বীকৃত হলেও রফতানীর জন্য জাপান তার কৃত্রিম রবার উৎপাদন অব্যাহত রেখেছে।

সূত্র: সংবাদ, ২৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত