কাজী ইদরিসের মৃত্যুতে
বঙ্গবন্ধুর শােক প্রকাশ
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গতকাল রােববার এখানে বলেছেন, কাজী মােহম্মদ ইদরিসের মৃত্যুতে জাতি একজন প্রতিভাবান সাংবাদিক ও নিঃস্বার্থ দেশপ্রেমিককে হারালাে।
বেগম ইদরিসের কাছে পাঠানাে এক তারবার্তায় বঙ্গবন্ধু বলেছেন, দেশের সাংবাদিকতার ক্ষেত্রে মরহুম ইদরিস ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু তাঁর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। এ খবর বাসস পরিবেশিত।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ম : প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক কাজী মােহাম্মদ ইদরিসের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শ্রী নির্মল সেন ও জনাব গিয়াস কামাল চৌধুরী গভীর শােক প্রকাশ করেছেন।
গতকাল রােববার এক বিবৃতিতে বিএফইউজের নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত বুদ্ধিজীবী ও সাংবাদিককে হারালাে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ খবর বাসস পরিবেশিত।
সূত্র: সংবাদ, ২৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত