You dont have javascript enabled! Please enable it! 1975.03.24 | আদমজী ও পােস্তগােলায় শ্রমিক লীগের প্রস্তুতি সভা | সংবাদ - সংগ্রামের নোটবুক

আদমজী ও পােস্তগােলায় শ্রমিক লীগের প্রস্তুতি সভা

২৬শে মার্চ সােহরাওয়াদী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার জন্য গতকাল রােববার জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আদমজী এবং পােস্তগােলা শিল্পাঞ্চলে কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব আবদুর রহমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সব প্রস্তুতি সভায় বাকশাল সদস্য জনাব আবদুর রাজ্জাক এমপি, আওয়ামী যুবলীগ প্রধান শেখ ফজলুল হক মণি, শ্রমিক লীগের সভ-সভাপতি কাজী মােজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান বেলায়েত এমপি, শ্রমিক লীগ ঢাকা নগর শাখার সভাপতি জনাব আলী সরদার এবং পােস্তাগােলা আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি জনাব লুৎফুর রহমান বক্তৃতা করেন।
নেতৃবৃন্দ ২৬শে মার্চ সােহরাওয়ার্দী উদ্যানের জনসভায় শ্রমিক সমাজকে যােগদানের আহ্বান জানিয়ে বলেন, ঐদিন মহান নেতা বঙ্গবন্ধু শােষিত জনগণের মুক্তির সংগ্রামের কর্মসূচী ঘােষণা করবেন। তারা আরাে বলেন, দ্বিতীয় বিপ্লবকে সফল করার জন্য বঙ্গবন্ধু জাতিকে প্রয়ােজনীয় নির্দেশও দান করবেন।
উপরােক্ত দুটি এলাকার শ্রমজীবী মানুষ ২৬শে মার্চের জনসভার যােগদান করে জাতির জনকর বক্তব্য ও প্রয়ােজনীয় নির্দেশ শােনার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন।
আব্দুর রাজ্জাক: যৌথ উদ্যোগে ২৬শে মার্চ রেসকোর্সে বঙ্গবন্ধুর জনসাভাকে সফল করার জন্য পাড়ার মহল্লায় গ্রামে-ইউনিয়নে প্রচার ও সংযােগের ব্যাপক কর্মংসূচী নেয়া হয়েছে। এজন্য গত শনিবার নারায়ণগঞ্জে উল্লেখিত ছাত্র সংগঠন দুটি এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ছাত্র কর্মীসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ সােমবার সন্ধ্যা ২৫শে মার্চের কর্মসূচীর সমর্থনে নারায়ণগঞ্জে ছাত্র ইউনিয়ন ও ছাত্র লীগের উদ্যোগে এক বিরাট মশাল মিছিল অনুষ্ঠিত হবে। মশাল মিছিলে দলে দলে অংশ নেয়ার জন্য সংগ্রামী ছাত্রসমাজের প্রতি আহ্বান জানানাে হয়েছে।
মহিলা সমাজ: চারজন জাতীয় সংসদ সদস্যাসহ বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রবৃন্দ দেশের মহিলা সমাজকে ২৬শে মার্চের জনসভায় যােগদানের জন্য আহবান জানিয়েছেন।
গতকাল রােববার মহিলা নেত্রীবৃন্দ ২৬শে মার্চের জনসভায় প্রস্তুতি উপলক্ষে নয়াপল্টন, তেজগাট কারিগরি বিদ্যালয়, তেজগাট শিল্পাঞ্চল এবং কলাবাগানে মহিলা সমাবেশে ভাষণদানকালে এ আহ্বান জানান।
নেত্রী বলেন বঙ্গবন্ধু, ২৬শে মার্চের জনসভায় দ্বিতীয় বিপ্লবের প্রত্যক্ষ কর্মসূচী ঘােষণা করবেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেগম সাজেদা চৌধুরী এমপি, বেগম আজরা আলী এমপি, মিসেস মমতাজ বেগম এমপি, মিসেস ফরিদা রহমান এমপি, মিসেস মতিয়া চৌধুরী, মিসেস আইভি রহমান, মালেকা বেগম, মিসেস বেলা নবী, মিসেস আয়সা খানম, মিসেস রওশন আরা মুস্তাজির, মিসেস ডেইজী আজীজ এবং মিস শাহারা খাতুন।
মিসেস গাজী গােলাম মােস্তফার সভানেত্রীত্বে ২৬শে মার্চের প্রস্তুতি উপলক্ষে গতকাল রােববার নয়া পল্টনে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মিসেস আজরা আলী এমপি ও মিসেস আইভি রহমান এবং মহিলা পরিষদের মিসেস মালেকা বেগম ও মিসেস মাখদুমা নারগিস বক্তৃতা করেন। তারা ২৬শে মার্চ সােহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর জনসভার যােগদানের জন্য মহিলা সমাজের প্রতি আহ্বান জানান।

সূত্র: সংবাদ, ২৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত