দ্বিতীয় বিপ্লবকে সফল করাই স্বনির্ভর আন্দোলনের লক্ষ্য: ফণী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রী ফণী মজুমদার বলেছেন, সকল স্বনির্ভর আন্দোলনই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের মহাসমুদ্রের দিকে প্রবহমান এক একটি স্রোতস্বিনী বিশেষ।
মন্ত্রী মহােদয় গত বৃহস্পতিবার কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন, একাডেমীতে ‘শ্যামল সিলেট প্রকল্পের শিক্ষানবিস কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আরাে বলেছেন, দেশে আজ সবুজ কুমিল্লা, চট্টগ্রাম, স্বাবলম্বী ফরিদপুর ও স্বনির্ভর ঢাকা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনগুলাে যেন এক একটি নদী। আর এ সবগুলাে ধাবিত হচ্ছে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের মহাসমুদ্রের দিকে।
অনুষ্ঠানে একাডেমীর ভাইস চেয়ারম্যান জনাব মাহবুব-উল-আলম চাষী, পরিচালক ড: মুঈদ ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্ত্রী মহােদয় প্রশিক্ষণ গ্রহণরত কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে গ্রামে গ্রামে কাজ করতে হবে এবং বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়ার স্বপ্নকে সফল করতে হবে।
তিনি অর্থনৈতিক স্বাধীনতাহীন রাজনৈতিক স্বাধীনতাকে অর্থহীন বলে অভিহিত করেন।
খাদ্য সমস্যা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে। কারণ বিদেশের সাহায্যের উপর নির্ভর করে একটা জাতি টিকে থাকতে পারে না।
সমবায় সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী মহােদয় বলেন যে, একমাত্র সমবায়ই অর্থনৈতিক মুক্তিকে ত্বরান্বিত করতে পারে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ কের বলেন যে, সমবায়কে কোন ক্রমেই ব্যবসার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি কিছু সংখ্যক লােকের একচেটিয়াভাবে সমবায়ের সুবিধা ভােগের প্রবণতার সমালােচনা করেন ও বলেন যে, এ ধরনের ঘটনার আর পুনারাবৃত্তি ঘটতে দেওয়া হবে না।
পূর্বাহ্নে মন্ত্রী মহােদয় সিলেটের মাধবপুর সেচ প্রকল্প এবং ব্রাহ্মণবাড়িয়া ভাদুগড় সেচ প্রকল্প পরিদর্শন করেন এবং তিতাস সমবায় বহুমুখী বৈদ্যুতিক সবুজ খামার উদ্বোধন করেন।
মন্ত্রী মহােদয় কুমিল্লা কোতােয়ালী থানা কেন্দ্রীয় সমবায় সমিতির বিভিন্ন বিভাগ ও প্রাথমিক সমবায় সমিতিগুলাে পরিদর্শন করেন।
সূত্র: সংবাদ, ২৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত