You dont have javascript enabled! Please enable it! 1975.03.21 | সাংবাদিক সম্মেলনে মওলানা তর্কবাগীশ: সাম্প্রদায়িক মনােভাব ইসলামী আদর্শের পরিপন্থী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সাংবাদিক সম্মেলনে মওলানা তর্কবাগীশ
সাম্প্রদায়িক মনােভাব ইসলামী আদর্শের পরিপন্থী

বাংলাদেশ সিরাত মজলিসের সভাপতি প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ বলেছেন, ইসলাম জাতি ধর্মনিবিশেষে মানবতা প্রতিষ্ঠার উপরই সর্বাধিক গুরুত্ব আরােপ করেছে। সমগ্র মানবসমাজ একই গােত্রভুক্ত এটাই আল কোরআনের কথা। সাম্প্রদায়িক মনোেভাব ইসলামের আদর্শের পরিপন্থী। বিশ্বে শান্তি স্থাপন, সুষ্ঠু অর্থনৈতিক আদশ প্রতিষ্ঠাই ইসলামের মূল লক্ষ্য ও শিক্ষা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বায়তুল মােকাররমের অধিবেশন কক্ষে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন নবী দিবস উপলক্ষে সিরাজ মজলিসের চারদিনব্যাপী গৃহীত কর্মসূচীর ব্যাখ্যাকালে তিনি উপরােক্ত বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট আলেম মওলানা আলাউদ্দিন আল আজহারীও বক্তৃতা করেন।
মওলানা তর্কবাগীশ হজরত মুহম্মদ (দঃ)-এর জন্মবার্সিকী উদ্যাপনের উপর সবিশেষ গুরুত্ব আরােপ করে বলেন, নবী দিবস পালন মানবসমাজকে মহানবীর (দঃ) শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে অনন্য ভূমিকা পালন করবে। তিনি মহান নবী দিবসের কর্মসূচীকে সার্থকভাবে সফল করে তােলার জন্য সকল মহলের প্রতি সহযােগিতা প্রদানের উদাত আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, নবী দিবস উপলক্ষে ২৫শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত গৃহীত ৪ দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে হজরত মুহম্মদ (দঃ)-এর আদর্শ, শিক্ষা ও নির্দেশ বিশ্বের সামনে তুলে ধরার জন্যে ওয়াজ মহফিল, আলােচনা সভা কেরাত ও রচনা প্রতিযােগিতা।

সূত্র: সংবাদ, ২১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত