দুর্নীতি উচ্ছেদে প্রয়ােজনে গুলী করা হবে
লেভী আদায় চলবে ॥ কোন বাধা সহ্য করা হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমেন আজ এখানে বলেছেন, লেভী প্রথা সারা দেশে অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে কোন প্রতিবন্ধকতা ও বাধাকে সহ্য করা হবে না। মন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতি রয়েছে তাই যতদিন প্রয়ােজন সরকার লেভীর মাধ্যমে খাদ্য সংগ্রহ করবে। মন্ত্রী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সফল করে তােলার জন্য সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পিরােজপুর টাউন হল ময়দানে স্থানীয় রাজনৈতিক এবং গণমান্য ব্যক্তিদের এক সমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী একথা বলেন। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জনগণের দুঃখ দুর্দশা সৃষ্টিকারী মজুতদার, মুনাফাখােরদের কালােবাজারী ও দুর্নীতিবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। তিনি বলেন প্রয়ােজনে গুলী করে হত্যা মধ্যামে দুর্নীতির মুলােৎপাটন করা হবে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় এম, পি জনাব এনায়েত হােসেন এডভােকেট অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাক্তন এম পি ও বাকশাল নেতা জনাব নুরুল ইসলাম ও অধুনালুপ্ত ন্যাপ সম্পাদক জনাব হায়দার খান।
পূর্বাহ্নে খাদ্যমন্ত্রী পিরােজপুর পৌছলে তাঁকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তার বন্যা সাহায্য ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী শ্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডলও পিরােজপুর সফরে করেছেন।
খাদ্যমন্ত্রী ও সাহায্য পুনবাসন প্রতিমন্ত্রী পরে স্থানীয় অফিসে এক কর্মীসভায় ভাষণ দেন এবং পাড়েরহাট পুনখনন প্রকল্প পরিদর্শন করেন।
সূত্র: সংবাদ, ২১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত