You dont have javascript enabled! Please enable it! 1975.03.19 | ২৬শে মার্চ বঙ্গবন্ধুর জনসভা সফল করার জন্য বিভিন্ন সংগঠনের কর্মসূচী | সংবাদ - সংগ্রামের নোটবুক

২৬শে মার্চ বঙ্গবন্ধুর জনসভা
সফল করার জন্য বিভিন্ন সংগঠনের কর্মসূচী

গত রােববার বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় দফতরে বাংলাদেশ কৃষক লীগ ও কৃষক সমিতির উদ্যোগে এক যৌথ আলােচনা সভায় আগামী ২৬শে মার্চের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষ কর্মসূচী গৃহীত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতিঃ বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব চৌধুরী খােরশেদ আলম গত সােমবার এক বিবৃতিতে যথাযােগ্য মর্যাদার সাথে পালনের জন্য সমিতির সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছেন এবং ঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে সােহরাওয়ার্দী উদ্যানের জনসভার বঙ্গবন্ধু যে ভাষণ দিবেন তাতে মিছিল সহকারে যােগদানের জন্য ঢাকা শহর ও পাশ্ববর্তী এলাকার শিক্ষক-শিক্ষিকাদের বেলা ১২টায় বায়তুল মােকারকমে উপস্থিত থাকতে অনুরােধ করেছেন।
এই উপলক্ষে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২১শে মার্চ বিকের ৪টায় ঢাকা ও নারায়ণগঞ্জের শাখাসমূহের কর্মকর্তাদের এক সবা অনুষ্ঠিত হবে।
বাকশাল থানা শাখার তৎপরতা: আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সােহরাওয়াদী উদ্যানের জনসভা সফল করে তােলার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের বিভিন্ন থানা শাখা পর্যায়ক্রমিক সভার আয়ােজন করেছে। উল্লেখ্য যে, ২৬শে মার্চের সভায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেবেন।
এ খবর দিয়ে বাসস জানিয়েছেন, আজ বুধবার সুত্রাপুর থানা বকাশাল বিকের ৫টায় লালকুঠি কমিউনিটি সেন্টারে এক সভার আয়ােজন করেছে। এ ছাড়া সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারেও অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুত্রাপুর ও কোতােয়ালী থানা কমিসভা ও পথসভার আয়ােজন করেছে।
আওয়ামী যুবলীগও অনুরূপ একটি পৃথক সভার আয়ােজন করেছে।
জাতীয় শ্রমিক লীগ: জাতীয় শ্রমিক লীগ যথাযােগ্য মর্যাদায় আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করবে। এ উপলক্ষে দিনের কর্মসূচী প্রণয়নের উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় দফতরে এক সভা অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, দলের সভাপতি সংসদ সদস্য জনাব আবদুর রহমান সকল আঞ্চলিক শাখাকে বিকেল ৩টায় কেন্দ্রীয় দফতরে উপস্থিত থাকার অনুরােধ জানিয়েছেন।
ছাত্রসমাজের প্রস্তুতি: আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক সােহরাওয়ার্দী উদ্যানে আয়ােজিত বঙ্গবন্ধু আহুত জনসভাকে সফল করে তােলার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব নুরুউল আলম লেলিন। বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের সদস্য বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি জনাব মুনিরুল হক চৌধুরী, ডাকসুর সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
সভায় ছাত্র নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জনসভাকে সফল করে তােলার মাধ্যমে দ্বিতীয় বিপ্লবের ঘােষণাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য কর্মীদের প্রতি আহবান জানান।

সূত্র: সংবাদ, ১৯ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত