You dont have javascript enabled! Please enable it! 1975.03.20 | জরুরী প্রয়ােজন মিটানাের জন্য জাপান মঞ্জুরি হিসেবে ১ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে | সংবাদ - সংগ্রামের নোটবুক

জরুরী প্রয়ােজন মিটানাের জন্য
জাপান মঞ্জুরি হিসেবে ১ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে

বাংলাদেশের জরুরী প্রয়ােজন মিটানাের উদ্দেশ্যে বিদেশ থেকে খাদ্যশস্য ও কাপড়-চোপড় সংগ্রহের জন্য জাপান বাংলাদেশকে মঞ্জুরি হিসেবে ১ কোটি ৩০ লাখ ডলার প্রদান করবে।
এর মধ্যে ৮০ লাখ ডলার থাইল্যান্ড ও বার্মা থেকে চাল সংগ্রহের কাজে ব্যয় করা হবে এবং অবশিষ্ট ৫০ লাখ ডলার দিয়ে জাপান থেকে কাপড়-চোপড় ক্রয় করা হবে।
জাপানী মঞ্জুরির অধীনে চাল সরবরাহ সম্পর্কে ইতিমধ্যে থাইল্যান্ড ও বার্মার সাথে আলােচনা করা হয়েছে। চুক্তি সই হওয়ার পর পরই এ দুটি দেশ থেকে জাহাজযােগে চাল প্রেরণ শুরু হবে এবং আগামী মাসের শেষ নাগাদ সব চাল বাংলাদেশে এসে পৌছবে বলে আশা করা যাচ্ছে।
বাসস জানায়, ১ কোটি ৩০ লাখ ডলার জাপানী মঞ্জুরির ব্যাপারে চলতি মাসের শেষে দু’দেশের মধ্যে দুটি পৃথক চুক্তি সই হবে।
সরকারী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বিপিআই জানিয়েছে, আগামী ২৫শে মার্চ ৮০ লাখ ডলারের চুক্তিটি সই হবে এবং অপর ৫০ লাখ ডলারের চুক্তিটি আগামী ২৮শে মার্চ সই হবে বলে উক্ত সূত্র আভাষ দিয়েছে।

সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত