৩ কোটি ৮০ লাখ ডলালের পণ্য ঋণ চুক্তি চূড়ান্ত হয়েছে
সফররত জাপানী বৈদেশিক অর্থনৈতিক সহযােগিতা তহবিলের দু’সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল ও বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের মধ্যে গতকাল বুধবার প্রায় ১ ঘন্টাকাল স্থায়ী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩ কোটি ৮০ লাখ ডলারের খসড়া পণ্য ঋণ চুক্তিটি চূড়ান্ত করা হয়। আগামী মাসের প্রথম সপ্তাহে চুক্তিটি সই হবে।
বৈঠকে সফররত জাপানী প্রতিনিধিদলের নেতা মি: ওগাতা ও বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব ইকরান হােসেন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব করেন।
খবর দিয়েছে বাসস ও বিপিআই।
সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত