সাড়ে ৭ মাইল দীর্ঘ রাস্তা নির্মাণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা কেন্দ্র থেকে আশুগঞ্জ পর্যন্ত সাড়ে ৭ মাইল দীর্ঘ একটি রাস্তা নির্মাণের কাজ সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ হাতে নিয়েছে। এবং ইতিমধ্যে উক্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
৪০ ফুট প্রশস্ত উক্ত নির্মীয়মাণ রাস্তার এক চতুর্থাংশ কাজ এ বছরই শেষ করা হবে বলে মহকুমা গণসংযােগ দফতর জানিয়েছে।
উক্ত সূত্র আরাে জানিয়েছে যে, উক্ত রাস্তার পাশ দিয়ে গভীর খাল খনন করা হবে যাতে খালের জল ব্যবহার করে সবুজ প্রকল্পের কাজ চালানাে যেতে পারে।
রাস্তাটি নির্মাণ কাজ সমাধা হলে এটাই সরাইল থেকে আশুগঞ্জ যাতায়াতের মূল সড়ক হবে। বর্তমানে সরাইল-আশুগঞ্জ যানবাহন চলাচলে উপযােগী কোন রাস্তা নেই হলেও গণসংযােগ দফতর জানিয়েছে।
সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত