You dont have javascript enabled! Please enable it! 1975.03.16 | বঙ্গবন্ধু-দাউদ আনুষ্ঠানিক বৈঠক: উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলােচনা | সংবাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু-দাউদ আনুষ্ঠানিক বৈঠক
উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলােচনা

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট মােহাম্মদ দাউদের মধ্যে গতকাল শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে আন্তজঅতিক সমস্যাসমূহ এবং উপমহাদেশের বর্তমান পরিস্থিতিসহ দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলােচনা হয়েছে। বৈঠক প্রায় ৩০ মিনিট স্থায়ী ছিল। বৈঠকশেষে প্রেসিডেন্ট দাউদ অপেক্ষমান সাংবাদিকদের জানান, তাঁদের আলােচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতা এবং ভ্রাতৃত্বমূলক হয়েছে।
তিনি বলেন, আনুষ্ঠানিক বৈঠকে উপরােক্ত বিষয়সমূহের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলােচনা হয়েছে।
আনুষ্ঠানিক বৈঠকের পূর্বে দুই রাষ্ট্রপ্রধান গণভবনে প্রায় ১-৪০ মিনিট একান্ত বৈঠকে মিলিত হন। সকাল ১০-১৫ মিনিটে একান্ত বৈঠক শুরু হয় এবং ১১-৫৫ মিনিটে শেষ হয়।’
দুই রাষ্ট্রপ্রধানের অনুষ্ঠিত একান্ত বৈঠকে একমাত্র আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জনাব এস, ওয়াহিদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
একান্ত বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। আলােচনার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহযােগিতা করেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব এম, মনসুর আলী, বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ, রাষ্ট্রপতির সচিব জনাব এ, রহিম, পররাষ্ট্র সচিব জনাব ফখরুদ্দীন আহমদ, পরিকল্পনা সচিব জনাব সাইদুজ্জামান, আফগানিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মােহাম্মদ সুলতান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল জনাব এ, কে, এইচ, মাের্শে, রাষ্ট্রপতির যুগ্ম-সচিব জনাব মনারুল ইসলাম। এবং পররাষ্ট্র বিষয়ক ডাইরেক্টর জনাব মােস্তফা ফারুক।
আফগানিস্তানের প্রেসিডেন্ট মােহাম্মদ দাউদকে আলােচনায় সহযােগিতা করেন বাণিজ্যমন্ত্রী জনাব মাে: খান জালালার, পরিকল্পনামন্ত্রী জনাব আলী আহমদ খুররম, ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জনাব এস, ওয়াহিদ আবদুল্লাহ, পররাষ্ট্র বিষয়ক ডাইরেক্টর জনাব গােলাম ফারুকী ও বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের চাজ দ্য এ্যাফেয়াস জনাব আবদুল্লাহ কাদের।

সূত্র: সংবাদ, ১৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত