পাঁচ হাজার ব্যক্তি আক্রান্ত
নােয়াখালীর পল্লী অঞ্চলে বসন্তের ব্যাপক প্রকোপ
চৌমুহনী, ১২ই মার্চ (নিজস্ব সংবাদদাতা)। নােয়াখালীর সর্বত্র ব্যাপক হারে বসন্ত রােগ দেখা দিয়েছে এবং এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ব্যক্তি এই রােগে আক্রান্ত হয়েছে। জেলার কোন এলাকা থেকেই এখনাে এই রােগে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি বলে এক খবরে জানা গেছে।
জেলার অন্যান্য থানার তুলনায় বেগমগঞ্জ, রামগঞ্জ এবং লক্ষ্মীপুর থানার জল বসন্তের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। কেবল বেগমগঞ্জ থানার নাজিরপুর, কালিকাপুর, মীর ওয়ারিশপুর, ফাজিলপুর, গােপালপুর, সােনারপুর, গনিপুর, দুর্গাপুর, আবদুল্লাহপুর এবং আলাইয়ারপুর এই কয়েকটি গ্রামেই কয়েকশ ব্যক্তি বসন্তের আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রামগঞ্জ এবং লক্ষ্মীপুর থানা থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। এ দুটি থানার কয়েকটি গ্রামে এত ব্যাপক হারে বসন্ত দেখা দিয়েছে যে, প্রায় প্রতি বাড়িতেই দু-একজন করে এই রােগে আক্রান্ত হয়েছে।
সূত্র: সংবাদ, ১৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত