ডঃ কামাল হােসেন আগামীকাল দেশে ফিরছেন
দু’মাসকাল বিদেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড: কামাল হােসেন আগামীকাল শনিবার দেশে ফিরছেন। লন্ডন থেকে বাংলাদেশ বিমানযােগে তিনি ঢাকা আসছেন।
উল্লেখযােগ্য যে, গত ১৪ই জানুয়ারি ড: কামাল হােসেন সস্ত্রীক বিদেশ যাত্রা করেন। তিনি মরকুকো, লিবিয়া ও নরওয়েতে এ সময় শুভেচ্ছা সফর করেন। এছাড়া এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ভিজিটিং ফেলাে হিসেবে লন্ডনে কিছুদিন অবস্থান করেন।
ড: কামাল বিদেশ অবস্থানকালেই দেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যে একদলীয় শাসন কায়েম হয়। এ সময় গঠিত নয়া মন্ত্রিসভায়ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড: কামাল হােসেনকে তাঁর পূর্বপদে (পররাষ্ট্র মন্ত্রী) বহাল রাখার কথা ঘােষণা করেন। কিন্তু তিনি দেশের বাইরে থাকার ওই সময় শপথ গ্রহণ করতে পারেননি। ঢাকা প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
সূত্র: সংবাদ, ১৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত