দিনাজপুর শহরে অগ্নিকাণ্ড ৫ লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট
দিনাজপুর, ১৪ই মার্চ (নিজস্ব সংবাদদাতা)। সম্প্রতি, দিনাজপুর শহরের বাহাদুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
গত ৯ই মার্চ রাত আনুমানিক বারটার দিকে বাহাদুর বাজারের একটি বাড়িতে আগুন ধরে যায়। পরে এই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে কলাই-বুট-সহ অন্যান্য দ্রব্যের দুটি গুদাম ও তিনটি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এই সমস্ত ভস্মীভূত দ্রব্যের মূল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হয়েছে।
আগুন লাগায় দশ মিনিটের মধ্যেই দমকলবাহিনীকে টেলিফোনে খবর দেওয়া সত্ত্বেও দমকল বাহিনীর লােকেরা ঘটনাস্থলে আসেনি বলে অভিযােগ পাওয়া গেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে দুই জন লােক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনাে জানা যায়নি।
একই রাতে দিনাজপুর শহর থেকে ৫ মাইল দূরবর্তী ওমর পাইল গ্রামের একটি বাড়ির গােয়াল ঘরে আগুন লাগার ফলে ৫টি গুরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
প্রকাশ, গভীর রাতে হঠাৎ গােয়াল ঘরে আগুন লাগার কারণ জানা যায়নি।
সূত্র: সংবাদ, ১৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত