প্রেসিডেন্ট দাউদের দৃঢ় আশা
শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ কাটিয়ে উঠবে
আফগানিস্তানের প্রেসিডেন্ট মােহাম্মদ দাউদ দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন যে, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যােগ্য নেতৃত্বে বাংলাদেশের সকল সমস্যা কেটে যাবে এবং বাংলাদেশ প্রগতির পথে এগিয়ে যাবে।
প্রেসিডেন্ট দাউদ গতকাল শুক্রবার রাতে বঙ্গভবনের বঙ্গবন্ধু কর্তৃক তার সম্মানে প্রদত্ত রাষ্ট্রীয় ভােজসভায় ভাষণ দিচ্ছিলেন। আফগান প্রেসিডেন্ট বলেন, বিদেশী শাসনের নাগপাশ থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে বাংলাদেশের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে সে সম্পর্কে তার দেশের জনগণ সম্পূর্ণ অবহিত রয়েছে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসাধারণ যে বীরত্বের পরিচয় দিয়েছেন প্রেসিডেন্ট দাউদ তার প্রশংসা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশী শাসনের হাত থেকে স্বাধীনতালাভের উদ্দেশ্যে আপনারা যে সাহসের পরিচয় দিয়েছেন আমরা তার প্রশংসা করি। স্বাধীনতার জন্য আপনাদের ত্যাগ ইতিহাসে খুব কমই দেখা যায়।
আফগান-প্রেসিডেন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে এই অঞ্চলে শান্তিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। শান্তি বিঘ্নকারী যে কোন প্রচেষ্টার তিনি নিন্দা করেন। প্রেসিডেন্ট দাউদ পাকিস্তানে অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন।…
সূত্র: সংবাদ, ১৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত