You dont have javascript enabled! Please enable it! 1975.03.11 | ইস্টার্ন কেবসের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী শিগগিরই নয়া শ্রমনীতি ঘােষণা করা হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

ইস্টার্ন কেবসের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী
শিগগিরই নয়া শ্রমনীতি ঘােষণা করা হবে

চট্টগ্রাম, ১০ই মার্চ (এনা)। শিল্পমন্ত্রী জনাব এ এইচ, এম কামরুজ্জামান আজ এখানে বলছেন, শ্রমিকদের স্বার্থরক্ষা করে শিগগির একটি নতুন শ্রমনীতি ঘােষিত হবে।
শিল্পমন্ত্রী এখানে ইষ্টার্ন কেবলস কর্তৃক আয়ােজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ইষ্টার্ন কেবলস্-এর উৎপাদিত দ্রব্যাদির প্রথম চালান রফতানী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
জনাব কামরুজ্জামান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন যে, নতুন শ্রমনীতির দ্বারা তারা উপকৃত হবেন। তিনি বলেন, তার পরিবর্তে শ্রমিকদের দেশের রফতানী বাড়ানাের জন্য কলে-কারখানায় উৎপাদন বাড়ানাের কাজে আত্মনিয়ােগ করতে হবে।
তিনি বলেন, অধিক থেকে অধিকতর পণ্য বিদেশে রফতানী করে দেশ সহজে প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মিটাতে পারে। বিভিন্ন উন্নয়ন কাজে বৈদেশিক মুদ্রা অত্যাবশ্যক বলেও তিনি উল্লেখ করেন।
ইস্টার্ন কেবলস্-এর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী আশা করেন যে, অন্যান্য দেশে অধিক থেকে অধিকতর রফতানী করার উদ্দেশ্যে কাজের শিফট বাড়ানাের মাধ্যমে উৎপাদন সহজে তিনগুণ করা যাবে। উল্লেখ্য, ইষ্টার্ণ কেবলস্-এর উৎপাদিত সামগ্রী সর্বপ্রথমে সুইজারল্যাণ্ডে রফতানী করা হল।
শিল্পমন্ত্রী বলেন, দেশে যে সকল পণ্যের পর্যাপ্ত উৎপাদন রয়েছে সরকার ঐ সকল পণ্য আমদানী করবেন না।
পূর্বাহ্নে বাংলাদেশ জাহাজ নির্মাণ কর্পোরেশনের চেয়ারম্যান ড: রফিক উদ্দিন আহমদ তার ভাষণে বলেন, বিভিন্ন পণ্যের আমদানী স্থানীয় শিল্পগুলােতে উৎপাদন বাড়ানাের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
ড: আহমদ আশা করেন যে, আগামী বছরগুলােতে ইস্টার্ণ কেবলস-এর উৎপাদিত পণ্যের রফতানী অনেক গুণ বাড়বে। তিনি বলেন, এখানে উৎপাদিত কেবলস মানের দিক দিয়ে উন্নত এবং বিভিন্ন দেশে বিশেষত: দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে এর চাহিদা রয়েছে।
চেয়ারম্যান বলেন, ষাট দশকের মধ্যভাগে প্রতিষ্ঠিত ইষ্টার্ণ কেবল বাংলাদেশের প্রয়ােজনীয়তা মিটিয়ে পাকিস্তানের প্রয়ােজনীয়তাও মিটাত।
জনাব কামরুজ্জামান পরে বিভিন্ন বিভাগ ঘুরেফিরে দেখেন। তিনি চট্টগ্রাম বন্দরে ড্রাইডকের নির্মাণ কাজ, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট এবং হাসনী ক্যান কোম্পানী পরিদর্শন করেন।
জনাব কামরুজ্জামানের আগামীকাল সকালে ট্রেনযােগে ঢাকা ফিরে আসার কথা রয়েছে।

সূত্র: সংবাদ, ১১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত