You dont have javascript enabled! Please enable it! 1975.03.11 | ফরিদপুরে ট্রেন দুর্ঘটনা: ৪৩ জন আহত | সংবাদ - সংগ্রামের নোটবুক

ফরিদপুরে ট্রেন দুর্ঘটনা:
৪৩ জন আহত

ফরিদপুর, ১০ই মার্চ (নিজস্ব সংবাদদাতার তার)। ফরিদপুর শহরের অদূরে তালমা ষ্টেশনে এক ট্রেন দুর্ঘটনায় ৪৩জন আহত হয়েছে। আহতদের ৮জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার বিবরণে প্রকাশ, সকাল ৯টায় আপ ট্রেনের বগী ষ্টেশনে দাঁড়িয়েছিল। ইঞ্জিনটি বগির সঙ্গে সংযুক্ত হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইঞ্জিনের প্রচণ্ড আঘাতে বগিগুলাে পিছন দিকে সরে আসে। বগির সঙ্গে ইঞ্জিনের এই ধাক্কার ড্রাইভারসহ ৪৩ব্যক্তি আহত হয়।
অ্যামবুলেন্স পাঠানাের জন্য সদর হাসপাতালে খবর দেওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে জানানাে হয় যে, অ্যামবুলেন্স বিকল রয়েছে। আহতদের রিকশায় করে পাঠিয়ে দেওয়ার জন্য হাসপাতাল থেকে বলা হয়।

সূত্র: সংবাদ, ১১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত