সরকারের নয়া পাটনীতি ঘােষণা ॥ চলতি বাজার দরে কেনা হবে
বাংলাদেশ সরকার আসন্ন মওসুমে পাটের জন্য কোন নিম্নতম মুল্য ধার্য না করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারী পাট সরকারী প্রতিষ্ঠানসমূহে এ বছরের মত আগামী মওসুমেও চলতি বাজার ধরেই চাষীদের নিকট থেকে সরাসরি পাট কিনবে।
গতকাল বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে ১৯৭৫-৭৬ সালের পাট ও পাটশিল্প নীতি ঘােষণাকালে পাটমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
পাটমন্ত্রী সরকার কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, অভিজ্ঞতা থেকে এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে, পাটের নিম্নতম মূল্য বেঁধে না দিয়ে বরং অবাধে চলতি বাজার দরে পাট বিক্রির সুযােগ দিলে চাষীরা বেশি করে উপকৃত হন। তাই চাষীদের স্বার্থকে সর্বোচ্চ স্থান দিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, অতীতে বেসরকারী ব্যবসায়ীদের হাত থেকে পাট চাষীদের রক্ষা করার জন্যই পাটের নিম্নতম মূল্য বেধে দেওয়া হতাে। বাজারে তখন বেসরকারী ব্যবসায়ীরাই প্রাধান্য বিস্তার করতাে, কিন্তু এখন অবস্থা সম্পূর্ণ বিপরীত। বর্তমানে সরকারই হচ্ছেন পাটের প্রধান ক্রেতা এবং পাটের বাজারে বেসরকারী ব্যাবসায়িদের ভুমিকা সরকারের সম্পূর্ণ আওতাধীন।
সূত্র: সংবাদ, ১৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত