২৬শে মার্চের গণসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে
অধুনালুপ্ত রাজনৈতিক দল ও অঙ্গদলগুলাের যৌথ সভা
গতকাল রােববার সকাল ১০টায় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অধুনালুপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি এবং এ সকল দলের অঙ্গদলগুলাের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। বাকশাল সদস্য জনাব রফিক উদ্দীন ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।
আগামী ২৬শে মার্চ সােহরাওয়ার্দী উদ্যানে আহুত গণসমাবেশের প্রস্তুতি সম্পর্কে সভায় বিস্তারিত আলােচনা হয়েছে।
সর্বজনাব মহিউদ্দীন আহমদ, জিল্লুর রহমান, আবদুর রাজ্জাক, আনােয়ার চৌধুরী, মণি সিংহ, মােহাম্মদ ফরহাদ, পংকজ ভট্টাচার্য, মিসেস সাজেদা চৌধুরী, মিসেস মতিয়া চৌধুরী, মিসেস মালেকা বেগম, মনিরুল হক চৌধুরী, মােজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতা সভায় উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদ, ১০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত