You dont have javascript enabled! Please enable it! 1975.03.09 | আরও একটি খাল খননের উদ্যোগ | সংবাদ - সংগ্রামের নোটবুক

আরও একটি খাল খননের উদ্যোগ

হালুয়াঘাট-দিনাজপুর-গােয়ালখালী-ছাতিয়া খাল খননের ব্যাপারে বাংলাদেশ লায়ন্স ক্লাসের নিকটে একটি স্কীম ও আবেদন পাঠানাে হয়েছে। এবং স্থানীয় কৃষকদের মধ্যে খাল খননের জন্যে ব্যাপক প্রচার চলছে। এই খাল খননের জন্যে ৪ লাখ টাকার প্রযাৈজন। খালটি কাটাতে পারলে যুগ যুগ ধরে অনাবাদী প্রায় ২৫০০ একর অনাবাদী জমিতে প্রায় ৬৫ হাজার মণ ইরি ধান ফলানাে যাবে মূল্য যার একশত টাকা হিসেবে ধরলে দাঁড়ায় ৬৫ লাখ টাকা।
আঞ্চলিক কৃষক সমিতির নেতৃবৃন্দ এলাকায় ইতিমধ্যে আদর্শ মহাবিদ্যালয় নামে একটি কলেজ স্তাপন করেছে। এর ছাত্র সংখ্যা ৩৫০ জন। কলেজে কৃষি বিভাগ খােলার জন্যে প্রচেষ্টা চলছে।

সূত্র: সংবাদ, ৯ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত