সাড়ে ৭ মাসে বাংলাদেশ ৩৪ কোটি ৩২ লাখ টাকার পাট বিক্রি করেছে
বাংলাদেশ গত ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত সাড়ে সাত মাসে ৩৪ কোটি ৩২ লাখ টাকা মূল্যের সাড়ে ছ’ লাখ বেল পাট বিক্রি করেছে।
ওই সময়ে পাটের প্রকৃত জাহাজজাতকরণ হয়েছে গত বছরেরটা নিয়ে ১১ লাখ ৭৯ হাজার বেল।
ওই সময়ে পাটজাত দ্রব্য বিক্রি হয়েছে ৯৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের এক লাখ ৯২ হাজার টন। কিন্তু গত বছরের বিক্রি নিয়ে এর প্রকৃত জাহাজজাতকরণ হয়েছে ২ লাখ ২৮ হাজার টন।
ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেশের পাটের মূল্য অপরিবর্তিত ছিল। অর্থাৎ এ সময়ে পাটের মূল্য প্রতি মণ ১১৭ টাকা থেকে ১৩৫ টাকায় ছিল। এ সময় পাটের রপ্তানি মূল্য এবং পাটজাত দ্রব্যের মূল্যও স্থতিশীল ছিল। খবর এনার।
সূত্র: সংবাদ, ৯ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত