বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড
কৃষি উৎপাদন বাড়ানাের জন্য ব্যাপক সেচ প্রকল্প হাতে নিয়েছে
বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড ৯ লাখ ৫ হাজার একরেরও বেশি জমিকে বন্যার হাত থেকে বাঁচানাে ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে একটি ব্যাপক সেচ প্রকল্প হাতে নিয়েছে। এসব জমির বেশির ভাগই ফরিদপুর জেলায়।
প্রস্তাবিত বরিশাল-ফরিদপুর সেচ প্রকল্পের অংশ এই প্রকল্পটিতে খরচ হবে ৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ ৩৭ কোটি টাকা।
পানি উন্নয়ন বাের্ডের সূত্রের বরাত দিয়ে এনা জানাচ্ছে যে, প্রকল্পটির কাজ শেষ হলে ৮ লাখ ১৭ হাজার একর জমিকে বন্যার হাত থেকে বাঁচানাে যাবে। এছাড়া ফরিদপুর জেলার ১১টি থানার প্রায় ৬ লাখ ৫৩৪ হাজার একর জমি ও কুষ্টিয়া জেলার খােকসা থানার একটি অংশে সেচকার্য চালানাে হবে।
সূত্র: সংবাদ, ৯ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত