You dont have javascript enabled! Please enable it! 1975.03.09 | দ্বিতীয় বিপ্লবের প্রতি মওলানা ভাসানীর সমর্থন | সংবাদ - সংগ্রামের নোটবুক

দ্বিতীয় বিপ্লবের প্রতি মওলানা ভাসানীর সমর্থন

মওলানা ভাসানী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রতি সমর্থন জানিয়েছেন।
গতকাল শনিবার সন্তোষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মওলানাকে যখন প্রশ্ন করা হয়, হুজুর আপনি কি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সমর্থন করেন? এর উত্তরে নবতিপর বৃদ্ধ জননেতা বলেন, “আমি ছয় দফা সমর্থন করেছি, এটাও করি”।
মওলানা সাহেব বঙ্গবন্ধুকে কিছু বলেছেন, কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মুজিবকে বলেছি, পাঁচ বছরের মধ্যে খাদ্যে-বস্ত্রে দেশকে স্বাবলম্বী করে গড়ে তােল। তুমিও যেমন এটা পছন্দ কর, দেশবাসীও তাই চায়।”
মওলানা সাহেব বঙ্গবন্ধুকে হেলিকপ্টারে তুলে দিতে গিয়ে সাংবাদিকদের এসব প্রশ্নের জবাব দেন। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু বিকেল সাড়ে পাঁচটার সন্তোষ থেকে হেলিকপ্টারে করে সরাসরি খুলনার তাঁর অসুস্থ পিতাকে দেখার জন্যে গমন করেন।
বঙ্গবন্ধু মওলানা সাহেবের সাথে কোন আলাপ করেছেন কিনা জানতে চাইলে তিনি তার সাথে আমার সব সময় জরুরি বিষয়ে কথাবার্তা হয়।

সূত্র: সংবাদ, ৯ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত