You dont have javascript enabled! Please enable it! 1971.03.22 | মুজিব ইয়াহিয়া ভুট্টো ত্রিপক্ষীয় বৈঠক  - সংগ্রামের নোটবুক

২২ মার্চ ১৯৭১ঃ মুজিব ইয়াহিয়া ভুট্টো ত্রিপক্ষীয় বৈঠক

সকালে রমনার প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, শেখ মুজিব ও জুলফিকার আলী ভুট্টো আলোচনা বৈঠকে মিলিত হন। আজ ছিল প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর ষষ্ঠ দফা বৈঠক। বৈঠক প্রায় সোয়া ঘন্টা স্থায়ী হয়। পরবর্তী বৈঠক ২৩-২৪ তারিখের যে কোন একদিন হতে পারে। সে বৈঠকে উপদেষ্টারাও থাকিবেন।  সংবাদ মাধ্যম গুল প্রকাশ করে ইয়াহিয়া খান বেতার ভাষণে সমাধানের একটি ঘোষণা দিতে পারেন এবং এর আগে তিনি সকল দলের সাথে বৈঠকে বসতে পারেন। এ জন্যই তিনি শাহ আহমেদ নুরানী কাইউম খানকে ঢাকায় তলব করেছেন। জামাত এববং জমিয়তের নুরানী গ্রুপ বাদে সবাই ঢাকায় অবস্থান করছেন। নুরানী আগামীকাল ঢাকায় পৌছবেন।