You dont have javascript enabled! Please enable it! 1975.03.05 | ফরিদ গাজী-ডিপি চট্টোপাধ্যায় আলােচনা- ভারত উন্নতমানের কয়লা সরবরাহে রাজী | সংবাদ - সংগ্রামের নোটবুক

ফরিদ গাজী-ডিপি চট্টোপাধ্যায় আলােচনা
ভারত উন্নতমানের কয়লা সরবরাহে রাজী

নয়াদিল্লী, ৪ঠা মার্চ (বাসস)- ভারত থেকে বাংলাদেশ কর্তৃক ক্রীত ৫ লাখ টন কয়লার সবটাই উন্নতমানের কয়লা হওয়া চাই। গতকাল বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী ভারতীয় বাণিজ্যমন্ত্রী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সাথে আলােচনাকালে ওই অনুরােধ জানান। তিনি বাংলাদেশ ওই অনুরােধ রক্ষা করতে রাজী হয়েছেন। দেওয়ান ফরিদ গাজী বাসস প্রতিনিধিকে জানান যে, ভারতীয় বাণিজ্যমন্ত্রী ডি পি চট্টোপাধ্যায়ের সাথে কাল তার ফলপ্রসূ আলােচনা হয়েছে। আলােচনার বিষয়বস্তু ছিল কয়লা ও পাট সরবরাহ।
দেওয়ান ফরিদ গাজী উৎকৃষ্ট মানের কয়লা সরবরাহ করার জন্য অনুরােধ জানানাের কারণ হিসেবে বলেন যে, এ বছর ভারত থেকে কেনা কয়লার দাম পড়েছে ভাড়াসমেত প্রতিটন ৪৭ ডলার। ইতিপূর্বে ভারত থেকে কেনা কয়লা ভারতের আভ্যন্তরীণ বাজারদর অনুযায়ী পাওয়া গিয়েছিল। এবার দুর্লভ মুদ্রায় ক্রীত কয়লার দাম চড়া। এর ফলে বাংলাদেশের ক্রেতাদের আর্থিক সংকট তীব্র হবে। তবে কয়লা ভাল জাতের হলে কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব।

সূত্র: সংবাদ, ৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত