ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাঙ্ক প্রধান
বাংলাদেশ এ.ডি.বি থেকে সহজ শর্তে সর্বাদিক ঋণ পাবে
এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রেসিডেন্ট শিরাে ইনু বলেছেন, বাংলাদেশ ব্যাঙ্ক থেকে সুবিধাজনক হারে সর্বাধিক পরিমাণ ঋণ পাবে।
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মি: ইনু বলেন, বাংলাদেশকে তার উন্নয়ন প্রকল্পগুলাে বাস্তবায়নের জন্য সাহায্য বরাদ্দের ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে এক গণ্টাব্যাপী আলােচনা শেষে মি: ইনু সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তিনি বলেন, সাহায্য দানের ক্ষেত্রে এতদিন ইন্দোনেশিয়াকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হতাে। কিন্তু এখন সে দেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা আমাদের প্রধান্য দানের ক্ষেত্র পরিবর্তন করেছি। এখন বাংলাদেশ হচ্ছে আমাদের সর্বোচ্চ ঋণ গ্রহীতা। সুবিধজানক হারের এই ঋণ বর্তমান সমস্যাবলী কাটিয়ে ওঠার তাকে সাহায্য করবে।
উপ-রাষ্ট্রপতি পরে সাংবাদিকদের বলেন, জাতীয় অর্থনীতির সকল দিক নিয়েই তারা আলােচনা করেছেন। তিনি বলেন, বিশেষভাবে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের হাতে নেয়া প্রকল্পগুলাে নিয়ে তারা আলােচনা করেন।
আলােচনাকে সন্তোষজনক এবং ফলপ্রসূ বলে বর্ণনা করে তিনি বলেন, তারা একই দৃষ্টিভঙ্গি অনুসরণ করছেন।
পূর্বাহ্নে মি: ইনু প্রধানমন্ত্রী জনাব এম, মনসুর আলীর সাথে দেখা করেন। তাঁরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন প্রকল্পগুলােয় ব্যাংকের অংশগ্রহণের বিষয় নিয়ে আলােচনা করেন। এ খবর এনার।
সূত্র: সংবাদ, ৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত