You dont have javascript enabled! Please enable it! 1975.03.03 | চিনি-ময়দার অভাবে কুমারখালীতে বেকারীগুলাে বন্ধ হওয়ার উপক্রম | সংবাদ - সংগ্রামের নোটবুক

চিনি-ময়দার অভাবে
কুমারখালীতে বেকারীগুলাে বন্ধ হওয়ার উপক্রম

কুমারখারী (কুষ্টিয়া), ১৭ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)- প্রয়ােজনীয় ময়দা ও চিনির অভাবে কুমারখালীর বেকারীগুলাে বন্ধ হতে চলেছে। কয়েকটি বেকারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই এ কারণে বন্ধ হয়ে গেছে। ফলে এ শিল্পের সাথে জড়িত দু’ শতাধিক বেকারী শ্রমিক আজ বেকার দিন কাটাচ্ছেন।
জানা গেছে, নিয়ন্ত্রিত মূল্যে তাদের মধ্যে যে পরিমাণে ময়দা, চিনি প্রভৃতি সরবরাহ করা হয়। তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। তাও আবার নিমিত পাওয়া যায় না। ফলে সংকট আরাে প্রকট আকার ধারণ করেছে।

মশার উপদ্রব
কুমারখালীতে মশার উপদ্রব শুরু হয়েছে। সারাদিনের হাড়-ভাঙ্গা খাটুনির পর মানুষ চায় একটু ঘুমুতে। কিন্তু মশার উপদ্রব এত বেশি শুরু হয়েছে যে, সাধারণ মানুষের পক্ষে রাতের বেলা ঘুমানাে কঠিন হয়ে গেছে। শহর ও শহর সংলগ্ন পুকুর নর্দমা ইত্যাদিই মশার জন্ম বিস্তার করেছে। শহরের হােটেল রেস্তোরার অবস্থাও শােচনীয়। প্রায় প্রতিটি হােটেল-রেস্তোরাতে সব সময় মাছি ভােট, ভােট করে ফলে তা জনস্বাস্থ্যের প্রতি বেশ হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত