সমতার ভিত্তিতে সর্বত্র উন্নয়ন নিশ্চিত করা বঙ্গবন্ধু সরকারের নীতি-কামরুজ্জামান
দিনাজপুর, ১লা মার্চ (বাসস)। শিল্পমন্ত্রী জনাব এ,এইচ,এম, কামরুজ্জামান আজ এখানে বলেছেন, বঙ্গবন্ধুর সরকারের নীতি হচ্ছে সমতার ভিত্তিতে দেশের সর্বত্র উন্নয়ন নিশ্চিত করা।
এখান থেকে ১১ মাইল দূরবর্তী সদরপুরে দিনাজপুর টেক্সটাইল মিলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দানকালে শিল্পমন্ত্রী একথা বলেছেন।
শ্রম, সমাজকল্যাণ, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীও এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
শিল্পমন্ত্রী বলেন, তথাকথিত পাকিস্তান আমলে দেশে যে অগ্রগতি সাধিত হয়েছে তা কোন নীতির ভিত্তিতে হয়নি এবং এ ধরণের পরিকল্পনার পেছনে অনেক উদ্দেশ্য কাজ করত।
সরকারের নীতি সম্পর্কে তিনি বলেন, দেশকে সরকার এমন নীতির ভিত্তিতে শিল্পায়িতকরতে চায়, যাতে দেশের যে কোন অংশের জনগণ বঞ্চিত না হয়।
জনাব কামরুজ্জামান বলেন, এ বছরের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে আরাে দুটো টেক্সটাইল মিল স্থাপন করা হবে। তিনি বলেন, সরকার দেশকে শিল্পায়িত করার জন্যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই প্রকল্পের কাজ সমাপ্ত করতে যে কোন কর্মকর্তার অহেতুক বিলম্বকে সরকার সহ্য করবে না।
দিনাজপুর টেক্সটাইল মিলের কাজ শেষ হতে দুবছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেছেন।
অধ্যাপক ইউসুফ আলী তার ভাষণে বলেন, দিনাজপুর টেক্সটাইল মিল স্থাপনে এ অঞ্চলের জনগণের বহু দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হল।
তিনি বলেন, অদূর ভবিষ্যতে দিনাজপুরে একটি কৃষি কলেজ স্থাপন করা হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিল করপােরেশনের চেয়ারম্যান জনাব সি,এম, মাের্শেদও এ অনুষ্ঠানে ভাষণ দেন।
সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত