You dont have javascript enabled! Please enable it! 1975.03.03 | বঙ্গবন্ধু আজ বােয়ালমারী যাচ্ছেন | সংবাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু আজ বােয়ালমারী যাচ্ছেন

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ সােমবার সকালে এক সংক্ষিপ্ত সফরে ফরিদপুর জেরার বােয়ালমারী যাচ্ছেন।
বােয়ামালরিতে রাষ্ট্রপতি চন্দনা-বারাসিয়া পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন। (এই সংক্রান্ত ফিচার ৩-এর পাতায় দেখুন)।
বন্যা নিয়ন্ত্রণ, জলসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রীফণী মজুমদার, রাষ্ট্রপতির বিশেষ সহকারী জনাব তােফায়েল আহমদ এবং সংসদ সদস্য জনাব আবদুর রাজ্জাকও বঙ্গবন্ধুর সঙ্গে যাবেন।
আজ সােমবার বিকেলেই রাষ্ট্রপতি ঢাকা ফিরে আসছেন।
এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে চন্দনা-বারাসিরা প্রকল্প পুনর্খননের ফলে ফরিদপুর জেলার পাঁচটি থানার পঞ্চাশ হাজার একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এ পাঁচটি থানা হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, বােয়ালমারী, আলফাডাঙ্গা ও কাশিয়ানী।

সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত