আগামীকাল চুক্তি স্বাক্ষর
আশুগঞ্জ সার কারখানার জন্য এ-ডি-বি ৩ কোটি ডলার ঋণ দেবে
আশুগঞ্জ সার কারখানার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি) বাংলাদেশকে সহজ শর্তে ৩ কোটি ডলার ঋণ দেবে। আজ সরকারীভাবে একথা জানানাে হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য এ-ডি-বি’র প্রেসিডেন্ট মি: শিরাে ইননা আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান তাঁর সরকারের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর দান করবেন।
মি: ইনাে আগামীকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। তিনি আগামীকাল বিকেলে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী এম, মনসুর আলীর সাথে দেখা করবেন।
এছাড়া মি: ইনাে আগামী ৫ই মার্চ অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, বিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রণমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সাথে দেখা করবেন। শিল্পমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর দান করবেন।
এই সফরকালে মি: ইননা ৬ই মার্চ চট্টগ্রাম, রাঙ্গুনিয়া এবং কাপ্তাই পরিদর্শন করবেন। তিনি ৭ই মার্চ আশুগঞ্জ যাবেন এবং ঐদিনই সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। খবর বাসস ও বিপি আইর।
সূত্র: সংবাদ, ৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত