দেশে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু হওয়া উচিত: শিক্ষামন্ত্রী
কুমিল্লা, ২৭শে ফেব্রুয়ারী (বাসস)-শিক্ষামন্ত্রী ড: মােজাফফর আহমেদ চৌধুরী বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের শিক্ষা ও ধ্যান-ধারণা কৃষিভিত্তিক হওয়া উচিত। কেননা বাংলাদেশ হচ্ছে প্রধানত: কৃষিভিত্তিক দেশ। তিনি বলেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য একান্ত প্রয়ােজনীয়। পুরানাে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অফলপ্রসূ, কেননা এ শিক্ষাব্যবস্থা প্রকৃত মানুষ সৃষ্টির বদলে কেবলমাত্র কেরানী সৃষ্টি করতে পারে।
তিনি এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর পল্লী ভিত্তিক প্রকল্পের অধীনে কুমিল্লা জেলার কোতােয়ালী থানার প্রাথমিক স্কুল ছাত্রদের সংগঠন সবুজ সংঘের ৫ম বার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন।
তিনি বলেন, সরকারের নীতি হচ্ছে স্কুল ও কলেজগুলােকে স্বাবলম্বী করে তােলা। তিনি আরাে বলেন, ছাত্র শক্তিকে উৎপাদন কাজে লাগানাে জন্য বর্তমান পাঠক্রমকে ঢেলে সাজানাে হবে।
মন্ত্রী বলেন, নতুন শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা দেশের সম্পদে পরিণত হবে। এবং অভিভাবকরা তাঁদের ছেলে-মেয়ের শিক্ষার খরচ থেকে রেহাই পাবেন।
সূত্র: সংবাদ, ১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত