ভারতীয় অনুপ্রবেশকারীরা নয়
মুক্তিবাহিনীই ২৫ হাজার ইয়াহিয়া সেনা খতম করেছে
কর্নেল ওসমানির মুখের মতাে জবাব
মুজিবনগর, ২১ অক্টোবর (ইউএনআই)- “ভারতীয় অনুপ্রবেশকারীরা নয়, বাঙলাদেশ মুক্তিবাহিনীই ইয়াহিয়ার ২৫ হাজার সৈন্য নিশ্চিহ্ন করেছে।”
‘ভারতীয় অনুপ্রবেশকারীরা বাঙলাদেশে লড়াই চালাচ্ছে এই মর্মে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যে অভিযােগ করেছে তার জবাবে বাঙলাদেশ সৈন্য বাহিনীর প্রধান কর্নেল ওসমানি উপরােক্ত তথ্য ঘােষণা করেন।
সম্প্রতি ফরাসী সংবাদপত্রে লেমনডে’র জনৈক প্রতিনিধির কাছে ইয়াহিয়া খান উপরােক্ত মর্মে এক অভিযােগ করে।
কর্নেল ওসমানি ইয়াহিয়া খানের এই অভিযােগ সত্যের অপলাপ বলে মন্তব্য করেন।
কর্নেল ওসমানি বলেন : কোন অনুপ্রবেশকারীর পক্ষে একটি স্বাধীন স্বতন্ত্র জাতির সমর্থন লাভ সম্ভব নয়। সুতরাং ভারতীয় অনুপ্রবেশকারীরা ইয়াহিয়ার ২৫ হাজার সৈন্যকে খতম করেছে এটা ভাবাই যায় না। বাঙলাদেশের মানুষই শৌর্মের সঙ্গে স্বাধীনতা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য কঠোর সংগ্রাম করে চলেছে।
কর্নেল ওসমানি আরােও জানান : মুক্তিবাহিনীতে নিয়মিত যােদ্ধারা তাে আছেনই ; তা ছাড়া বাঙলাদেশের নাগরিকদের মধ্যে থেকে বিভিন্ন শ্রেণির জনতা মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছাত্র, কারখানার শ্রমিক ও গ্রামাঞ্চলে খেত-খামারের তরুণেরা।
কর্নেল ওসমানি বলেন : আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকসেনারা মুক্তিবাহিনীর হাতে প্রচণ্ডভাবে মার য় চলেছে। তাই, বেসামাল ইয়াহিয়া খান নিজের নিশ্চিত পরাজয় থেকে চামড়া বাচাবার জন্য ভারতীয় অনুপ্রবেশকারীর ধুয়াে তুলে বাঙলাদেশ সমস্যাকে আন্তর্জাতিক ইস্যু হিসাবে গণ্য করার জন্য নানা অপপ্রচারে মেতে উঠেছে।
সূত্র: কালান্তর, ২২.১০.১৯৭১