ওপেক বৈঠক শুরু ॥ তৈলের মূল্য বৃদ্ধি করা হইবে না
ভিয়েনা, ২৫শে ফেব্রুয়ারী (ডিপিএ,এপি)-আজ এখানে তৈল উৎপাদনকারী দেশসমূহের সংস্থা ‘ওপেক’এর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হইয়াছে। বৈঠকে আগামী মাসে আলজিয়ার্সে ওপেক-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয় আলােচনা করা হইবে। ইহাছাড়া, বৈঠকে মার্কিন ডলারের মূল্যমান হাসের পরিপ্রেক্ষিতে তৈল উৎপাদনকারী দেশগুলির উপার্জন রক্ষার ব্যবস্থাও পর্যালােচনা করা হইবে।
|বৈঠকের উদ্বোধনী ভাষণে ইরানের তৈলমন্ত্রী জনাব জামশেদ আমুজেগার বলেন যে, অদূর ভবিষ্যতে তৈলের মূল্য বৃদ্ধি করা হইবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত