বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ সংক্রান্ত সেমিনার সমাপ্ত
জনসম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য উপদেষ্টা পরিষদ গঠনের আহ্বান
‘বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণে জাতীয় পরিকল্পনা’ শীর্ষক চারদিনব্যাপী সেমিনার গতকল্য (বৃহস্পতিবার) ঢাকায় সমাপ্ত হইয়াছে। সমাপ্তি অধিবেশনে দেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও জাতীয় চাহিদার সহিত উহার সমন্বয় সাধনের উদ্দেশ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় উপদেষ্টা পরিষদ গঠনের আহ্বান জানানাে হইয়াছে। কলম্বাে পরিকল্পনা ব্যুরাে ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিপার মিলনায়তনে আয়ােজিত এই সেমিনারের সমাপ্তি অধিবেশনে কো-চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব এম, মােকাম্মেল হক সভাপতিত্ব করেন।
সেমিনারের সুপারিশসমূহে একজন মন্ত্রীকে উক্ত পরিষদের চেয়ারম্যান এবং শিক্ষা, কৃষি, অর্থ, শিল্প, শ্রম ও সমাজকল্যাণ প্রভৃতি মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রতিনিধিদেরকে সদস্যভূক্ত করার আবেদন জানানাে হয়।
সেমিনারে দেশের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রের দক্ষ জনশক্তির চাহিদা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সংখ্যাতাত্বিক তথ্যাবলী সংগ্রহের উদ্দেশ্যে একটি স্থায়ী জনসম্পদ কমিশন গঠনেরও সুপারিশ করা হইয়াছে।
সুপারিশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্র আরও প্রসারিত করিয়া কৃষিকার্য মৎস্যচাষ, পশুপালন, কুটিরশিল্প ও রফতানী বাণিজ্য প্রভৃতি বিষয় সংযােজন করার উপর গুরুত্ব আরােপ করা হয়।
অন্যান্য সুপারিশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণে জনগণের মধ্যে ব্যাপকভাবে। উৎসাহ সৃষ্টির জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের লােকদেরকে যথাসময়ে চাকুরীতে নিয়ােগ প্রভৃতি ব্যাপারে বক্তব্য রাখা হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত