পাটের গুদামে আগুন
চাদপুর, ২৭শে ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতার তার)-আজ সন্ধ্যা ৬ টায় এখানে জুট মার্কেটিং কর্পোরেশনের ১১ নং গুদামে অগ্নিকাত্রে ফলে ৪ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার বেল কাঁচা পাট ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায় নাই। এই রিপাের্ট লেখা পর্যন্ত অগ্নিনির্বাপণের কাজ অব্যাহত রহিয়াছে।
মহকুমা প্রশাসক দমকল বাহিনীর কাজ তদারক করিতেছেন বলিয়া জানানাে হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত