কালােবাজারে সূতা বিক্রয়
৮২ হাজার টাকাসহ ২ জন গ্রেফতার
কালােবাজারে সূতা বিক্রয় করার অভিযােগে ঢাকা জেলা স্পেশাল ব্রাঞ্চ পুলিশ গত (বৃহস্পতিবার) মতিঝিল বাণিজ্যিক এলাকা হইতে ২ জনকে ১টি পিস্তল ও নগদ ৮২ হাজার টাকাসহ গ্রেফতার করে বলিয়া পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হইয়াছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হইতেছে: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির পরিচালক জনাব আবদুল কাদের এবং বেলায়েত হােসেন।
কতিপয় প্রাথমিক সমিতির সেক্রেটারীদের যােগসাজসে অভিযুক্ত কেন্দ্রীয় সমিতির উপরিচালক ও সেক্রেটারী রূপগঞ্জ, বৈদ্যের বাজার, নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন প্রাথমিক সমিতিগুলির জন্য প্রায়ই বিভিন্ন মিল হইতে সূতা তুলিয়া উহা সমিতির মধ্যে বিতরণের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রেই কালােবাজারে বিক্রয় করিত। গত (বুধবার) অভিযুক্ত ব্যক্তিরা রূপগঞ্জ থানার কাঞ্চনের জনৈক লাল মিঞার নিকট ৩২ বেল সূতা কালােবাজারে বিক্রয় করিয়াছে। এই সংবাদ পাইয়া পুলিশ গত (বৃহস্পতিবার) মতিঝিল বাণিজ্যিক এলাকার অভিযান চালায়। পুলিস আবদুল কাদের এবং বেলায়েত হােসেনকে গ্রেফতার করে। জরুরী আইন ১৯৭৫ এ অভিযুক্তদের আটক করা হয় এবং স্থানীয় থানায় তাহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত